শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভ্রাম্যমান আদালতে মাস্ক না পরায় জরিমানা

বগুড়ায় ভ্রাম্যমান আদালতে মাস্ক না পরায় জরিমানা

বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের  অবৈধভাবে বালু উত্তোলন তিনটি যন্ত্র ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও মাস্ক না পরায় ৬ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। রোববার বেলা ১২ টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মৌলী মণ্ডল।

করতোয়া নদীর  উপজেলার  মিল্কিপুর (পাগলা পার), নয়আনা মাঝপাড়া গ্রাম (চকগোপাল) ও গুজিয়া বন্দরের জিরো পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যাণ আদালত পরিচালনা করে বালু তোলার যন্ত্র, পাইপসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম জব্দ করে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও মাস্ক না পরায় ৬ জনকে চারটি মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সব নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী হাকিম মৌলি মণ্ডল। মৌলি মণ্ডল জয়যুগান্তরকে বলেন,  ‘আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

দৈনিক বগুড়া