বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বগুড়ার আদমদিঘীতে মাদক মামলার আসামীসহ ৩জন গ্রেফতার

বগুড়ার আদমদিঘীতে মাদক মামলার আসামীসহ ৩জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে আদমদীঘি বাজার ও রেলওয়ে হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ওই তিনজন হলো- মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী কোমারপুর কাশিমাল কুঁড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে সাইফুল ইসলাম (৩২), আত্রাই উপজেলার মাওড়াপাড়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে সোহাগ আলী (২৬) ও একই উপজেলার কিসমতজাপাড়া গ্রামের কানছের আলীর ছেলে এনামুল হক (২১)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সাইফুল ইসলাম নামের এক যুবক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বৃহস্পতিবার দুপুরে ওই তিন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

দৈনিক বগুড়া

সর্বশেষ: