
বগুড়ায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছোটন ওরফে সম্রাটকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে দূর্গাপুরের পাঁচপীর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাহালু পুলিশ। সে নওগাঁ জেলার রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের মোবিন উদ্দিনের ছেলে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কাহালু উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক বগুড়া