
বগুড়ায় মাস্ক না পরায়, চাল সংরক্ষণে পাটের বস্তা ব্যবহার না করা ও অবৈধ পলিথিন বিক্রি অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ টি মামলায় ২১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রোববার সকালে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারায় ফতেহ আলী বাজারের দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাস্ক না পরায় ৮ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও পলিথিন বিক্রি করায় পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬ (ক) ও ১৫(১) এর ৪(খ) ধারায় রাজাবাজারের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক বগুড়া