
বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা। গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। উক্ত সভায় বগুড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ওসি কৃপা সিন্ধু বালা ধুনট থানায় যোগদানের পর থেকেই আইশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী অভিযান পরিচালনা ও আসামী গ্রেফতার সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ওসি কৃপা সিন্ধু বালার নেতৃত্বে নসরতপুর গ্রামের এক শিশু কণ্যাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত ক্লু-লেস মামলার তদন্ত এবং আসামী গ্রেফতার, ঘুগড়াপাড়া গ্রামের এক ভিক্ষুককে ধর্ষণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার এবং গোপলনগরের অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও এই আলোচিত মামলার আসামীদের গ্রেফতার সহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গত মাসের স্বীকৃতি স্বরূপ তাকে এই জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
দৈনিক বগুড়া