সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রথম চালানে আসছে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম চালানে আসছে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আনা হচ্ছে। প্রথম চালানে আসছে ১ হাজার ৬৫০ মেট্রিক টন। এই পেঁয়াজ টিসিবির মাধ্যমে সুলভমূ্ল্যে বাজারজাত করা হবে।

রোববার আইবিএফবি আয়োজিত ‘নিত্যপণ্যের দামের ওপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আমদানির সব প্রক্রিয়া শেষ। এখন ট্রেনে লোড হচ্ছে। এই ট্রেন দর্শনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবে।

তিনি আরো বলেন, অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। তবে এ ঘোষণার সঙ্গে বাংলাদেশের চুক্তির কোনো সম্পর্ক নেই।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে রফতানির ওপর ন্যূনতম মূল্যের বিধিনিষেধ দিয়েছিল ভারত। প্রথমে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রাখা হয়। এবার এ নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: