শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে পণ্য বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে পণ্য বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও শিশু খাদ্য বেশি দামে বিক্রি করায় রাজধানীর দুইটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও টিসিবির ট্রাক সেল তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও টিসিবির ট্রাক সেল তদারকিমূলক অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে লাজ ফার্মার শান্তিনগর শাখাকে ১০ হাজার টাকা এবং ১৭০০ টাকার আমদানিকৃত শিশু খাদ্য (গুঁড়ো দুধ) ৩৬০০ টাকায় বিক্রি করায় তামান্না ফার্মেসির শান্তিনগর শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সঙ্গে খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।

দৈনিক বগুড়া