শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ডোজের টিকা নিলেন ১৯ লাখ ৬৭ হাজার

দ্বিতীয় ডোজের টিকা নিলেন ১৯ লাখ ৬৭ হাজার

সারাদেশে  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৮৮ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে মোট ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন।

আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৬ হাজার ৭৮৪ জন। এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন মোট ৫৭ লাখ ৭৮ হাজার ৬৯৬ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের মোট টিকা নিয়েছেন ১৬ হাজার ৭৮৪ জন। এদের মধ্যে পুরুষ ১০ হাজার ৫৯০ জন এবং নারী ৬ হাজার ১৯৪ জন।

আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে পুরুষ ৯৫ হাজার ২৩৯ জন এবং নারী ৫৬ হাজার ৭৪৯ জন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়।

দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: