শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা

পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা

সংগৃহীত

স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পদ্মাসেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার সকালে মাওয়া প্রান্ত থেকে হেঁটে পদ্মাসেতুতে উঠে নান্দনিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন তিনি।

পদ্মাসেতু পরিদর্শন শেষে আবার ঢাকায় ফিরে আসেন ভুটানের রাজা।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম কোনো দেশের শীর্ষ নেতার  বাংলাদেশ সফর।

ঢাকায় পৌঁছে ভুটানের রাজা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এরপর মঙ্গলবার স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। একই দিন বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

সূত্র: ডেইলি বাংলাদেশ