
সংগৃহীত
সকাল থেকে গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী ৬ ঘণ্টায়ও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এই সময় হালকা বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।
সূত্র: ঢাকা পোষ্ট