শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

অনুমতি না পাওয়ায় বন্ধই থাকছে পুঁজিবাজার

অনুমতি না পাওয়ায় বন্ধই থাকছে পুঁজিবাজার

অবশেষে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি না পাওয়ায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ১৬ মে পর্যন্তই বন্ধ থাকছে দেশের দুই পুঁজিবাজার। 

এর আগে আগামী ১০ মে থেকে লেনদেন চালু করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আর সেদিন থেকেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যায়।

ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে ১৬ মে পর্যন্ত দুই পুঁজিবাজারের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, পুঁজিবাজার আপাতত খোলার কোনো অনুমতি দেয়া হয়নি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: