শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে নিরাপদ সবজি ও ফল উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জে নিরাপদ সবজি ও ফল উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় ২ দিন ব্যাপী পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির মাধ্যমে নিরাপদ সবজি ও ফল উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এলাকার ৮০ জন কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মাদ আলী জিন্নাহ্, এ.কে.এফ রাফিউল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার এজাজ কামাল । এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম, প্রশিক্ষণার্থী আবু সাইদ, লাকী বেগম, সিরাজুল ইসলাম, মাহবুব আলম মানিক প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: