শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

টাঙ্গাইলে আখ চাষে সফল তিন বন্ধু

টাঙ্গাইলে আখ চাষে সফল তিন বন্ধু

টাঙ্গাইলে ফিলিপাইনের কালো জাতের আখ চাষে তিন বন্ধুর সাফল্য। মিষ্টি, নরম, মোটা ও অধিক রস হওয়ার কারণে এই জাতের আখের বেশ চাহিদা রয়েছে। বেশি চাহিদা আর বাজারদর ভাল থাকে বলে তারা এর চাষ করেছেন। তাদের সফলতা দেখে অনেকেই এর চাষে আগ্রহী হয়েছেন।

জানা যায়, তিন বন্ধু রফিকুল ইসলাম, জাকির হোসেন ও রাসেল আহমেদ টাঙ্গাইলের গজারিয়া গ্রামের বাসিন্দা। তারা এক একর জমিতে ফিলিপাইন জাতের কালো আখ চাষ করছেন। তাদের জমিতে প্রায় ২২-২৫ হাজার আখ রয়েছে। আবহাওয়া ভাল থাকায় জমিতে ভাল ফলন হয়েছে। পাইকাররা জমি থেকেই আখ কিনে গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছেন। এই তিন বন্ধুর সাফল্য দেখে এলাকার অনেকেই এই জাতের আখ চাষে আগ্রহী হয়েছেন।

উপজেলা কৃষি অফিসের সূত্র মতে, ফিলিপাইন জাতের এই আখ চাষ কৃষকদের জন্য লাভজনক। এর চাষে খরচ কম। এছাড়াও রোগবালাইয়ের আক্রমণও কম হয়। ফলে কৃষকরা অধিক লাভবান হতে পারেন।

তিন বন্ধু বলেন, আমরা লেখাপড়া শেষ করে বেকার ছিলাম। তারপর অনলাইনের মাধ্যমে এর জাতের আখের চাষ দেখে আগ্রহী হই। দেড় বছর আগে বগুড়া থেকে এই আখের চারা সংগ্রহ করে এক একর জমি লিজ নিয়ে রোপন করি।

তারা আরো বলেন, আমরা খবর নিয়ে দেখি যে এর চাষে খরচ কম। এছাড়াও এই আখ খুব মোটা ও লম্বা হয়। আর খেতে খুব সুস্বাদু ও মিষ্টি হয়। তাই এর চাষে আমরা আগ্রহী হয়েছি। বছরে দুইবার ফলন পাওয়া যায়। বর্তমানে আখের পাশাপাশি এর চারা বেশ বিক্রি হচ্ছে। ফলে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: