সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যার গলায় মালা পড়ালেন নোবেলজয়ী মালালা

যার গলায় মালা পড়ালেন নোবেলজয়ী মালালা

নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। মঙ্গলবার টুইটারে বিয়ের ঘোষণা দিয়েছেন মালালা। তার স্বামীর নাম অ্যাসার। খবর রয়টার্সের

টুইটারে মালালা লেখেন, ‌আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অ্যাসার এবং আমি গাঁট বেঁধেছি। আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি।’

এদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মালালা তার স্বামীর প্রথম নাম (অ্যাসার) ছাড়া বিস্তারিত কোনো তথ্য জানাননি। তবে ছবি দেখে তাকে অ্যাসার মালিক বলে চিহ্নিত করেছেন অনেকেই।

বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অ্যাসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার।

এর আগে, বিখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর ব্রিটিশ সংস্করণের প্রচ্ছদে এক সাক্ষাৎকারে মালালা বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, মানুষকে কেন বিয়ে করতেই হবে। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।’ 

তবে এ মন্তব্যের পর মালালাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে মালালা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন মালালা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: