শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নারী নেতৃত্ব কম্পানির মূল্য বাড়িয়ে দেয়, বলছেন গবেষকরা

নারী নেতৃত্ব কম্পানির মূল্য বাড়িয়ে দেয়, বলছেন গবেষকরা

নারীদের নেতৃত্বে প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাসের ধকল সামলে উঠতে পারে বলে নতুন এক গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে- নারীদের নেতৃত্বে প্রতিষ্ঠানের লাভ, উৎপাদন এবং কাজ বেড়ে যায়। সিনহুয়া নিউজের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আজ শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওয়ার্কপ্লেস জেন্ডার ইক্যুয়ালিটি এজেন্সি এবং ব্যাংকওয়েস্ট কার্টিন ইকোনমিকস সেন্টার (বিসিইসি) যৌথভাবে ওই গবেষণা করেছে। গবেষকরা গবেষণায় দেখেছেন, নারীদের নেতৃত্বের গুণে কাজের ক্ষেত্রে উন্নতি ঘটে।

অস্ট্রেলিয়ার শেয়ারবাজারের তালিকাভুক্ত কিছু কম্পানির প্রধান হিসেবে নারী রয়েছেন। সেসবের ব্যবস্থাপক নারী হওয়ার কল্যাণে কাজের পরিমাণ ১০ শতাংশ বেড়ে গেছে, কম্পানিগুলোর বাজারমূল্য বেড়ে গেছে ৬.৬ শতাংশ।

বিসিইসি'র গবেষক অ্যাসোসিয়েট প্রফেসর রেবেকা ক্যাসেলস বলেছেন, করোনা পরবর্তী বিশ্বে ব্যবসাক্ষেত্রে সঙ্কট কাটিয়ে ওঠার ক্ষেত্রে নারী নেতৃত্ব কাজে দেব বলে আমাদের গবেষণার ফলাফলে উঠে এসেছে। 

তিনি আরো বলেন, কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী একজন নারী হলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য পাঁচ শতাংশ বেড়ে যায়। তবে এটা কেবল সৌন্দর্য্যের জন্য নয়, কাজের বিচারেও।

সূত্র : বার্নামা

দৈনিক বগুড়া

সর্বশেষ: