
সংগৃহীত
প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট। আগামী ২৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬১ কোটি টাকা)। শুধু চ্যাম্পিয়ন নয়, পুরো আসরের প্রাইজমানি বেড়েছে।
ইউএস ওপেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এর আগে টেনিস ইতিহাসে কোনো গ্র্যান্ড স্ল্যামে এত বেশি অর্থ পুরস্কার দেওয়া হয়নি। আসন্ন ইউএস ওপেনে মোট প্রাইজমানি থাকছে ৯ কোটি মার্কিন ডলার। গত বছরের তুলনায় যা ২০ শতাংশ বেশি। ২০২৪ সালে ইউএস ওপেনের মোট প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি মার্কিন ডলার।
২০২৪ সালে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩৬ লাখ মার্কিন ডলার। এবার ৩৯ শতাংশ বাড়িয়ে চ্যাম্পিয়নদের ৫০ লাখ মার্কিন ডলার করা হয়েছে।
ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও ১ লাখ দশ হাজার ডলার করে দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য রাউন্ডেও বাড়ানো হয়েছে প্রাইজমানি। দ্বিতীয় রাউন্ডে ১ লাখ ৫৪ হাজার, তৃতীয় রাউন্ডে ২ লাখ ৩৭ হাজার, চতুর্থ রাউন্ডে ৪ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হবে।
কোয়ার্টার ফাইনালিস্টরা পাবেন ৬ লাখ ৬০ হাজার ডলার, সেমিফাইনালিস্ট ১২ লাখ ৬০ হাজার ডলার এবং রানার্স-আপ পাবেন ২৫ লাখ ডলার। ৭ সেপ্টেম্বর পর্দা নামবে ইউএস ওপেনের।
২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি (মার্কিন ডলার)
চ্যাম্পিয়ন-৫০ লাখ
রানার্স আপ-২৫ লাখ
সেমিফাইনালিস্ট-১২.৬০ লাখ
কোয়ার্টার ফাইনালিস্ট-৬.৬০ লাখ
চতুর্থ রাউন্ড-৪ লাখ
তৃতীয় রাউন্ড-২.৩৭ লাখ
দ্বিতীয় রাউন্ড-১.৫৪ লাখ
প্রথম রাউন্ড-১.১০ লাখ
সূত্র: কালবেলা