বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ আটক ১

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ আটক ১

বগুড়া সদর উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ মো. বাবলু খন্দকার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের টিএমএসএস সিএনজি রিকুয়েলিং অ্যান্ড গ্যাসোলিন স্টেশনের সামনে বগুড়া-রংপুর মহাসড়ক থেকে ১৩ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা বাবুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: