শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন শিউলী স্বজনদের কাছে ফিরতে চায়

আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন শিউলী স্বজনদের কাছে ফিরতে চায়

বগুড়ার আদমদীঘিতে প্রায় দুই মাস আগে আসা শিউলী (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলা তার স্বজনদের কাছে ফিরতে চায়। কিন্ত সে তার ঠিকানা সঠিক বলতে না পারায় ফিরতে পারছেনা স্বজনদের কাছে। এই মহিলা এখন বগুড়ার আদমদীঘি কাঁচা বাজারের কর্মকার সাধনের দোকানের নিকট খোলা আকাশের নিচে রাত যাপন করছে।


আদমদীঘি বাজারের কর্মকার সাধন ও চা দোকানী ইয়াছিন আলীসহ অনেকেই জানায়, প্রায় দুই মাস আগে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক মহিলা এই এলাকায় আসে। এরপর মহিলাটি বিভিন্ন দোকান ও পথচারীদের নিকট খাবার ও হাত পেতে টাকা নেয়। সে ৫ টাকার কম কিংবা বেশি গ্রহণ করেনা। কেউ ইচ্ছাকৃত ভাবে বেশি টাকা দিতে চাইলেও তা নেয় না। আবার সব মানুষের নিকট থেকেও টাকা নেয়না। আজব চরিত্রের এই মহিলাটি তার নাম শিউলী, পিতার নাম আবুল কাশেম ঠাকুরগাঁও বলে জানায়। এর বেশি সে আর কিছুই বলতে পারেনা। মহিলার সাথে কথা বলার এক পর্যায়ে জানায়, স্বজনদের সন্ধান পেলে তাদের কাছে সে ফিরতে চায়। ভাসাম্যহীন শিউলীকে স্থানীয়রা দেখভাল করে আসছেন।  রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সে আদমদীঘিতেই রয়েছে। মহিলাটির আপনজনরা আদমদীঘি বাজারের সাধন কর্মকার-এর মোবাইল নং ০১৭৭০-৩৮৬০২১-তে যোগাযোগ করতে পারেন।

দৈনিক বগুড়া