শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাহালুতে ১৮ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের টার্গেট

কাহালুতে ১৮ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের টার্গেট

চলতি মৌসুমে বগুড়ার কাহালু উপজেলায় ১৮ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান লাগানোর টার্গেট রয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে বোরো ধান চাষের জন্যে উপজেলার বিভিন্ন স্থানে ১ হাজার ২০ হেক্টর জমিতে বীজতলা তৈরী করা হয়েছে।

যেসকল জমিতে সরিষা ও আলুর চাষ করা হয়নি ইতিমধ্যে সেই জমিতে বোরো ধানের চারা রোপন শুরু করেছেন চাষিরা। বোরো ধান চাষাবাদের জন্য চালু করা হয়েছে গভীর ও অগভীর নলকুপ।  জমিতে সেচের পানি নিয়ে মেশিন প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন মাঠে বোরো চাষাবাদের জমি।সুত্রমতে, আগামী সপ্তাহ থেকে পুরোদমে বোরো ধান চাষাবাদ শুরু হতে পারে। এছাড়াও আলু ও সরিষা জমি থেকে তুলে নেওয়ার পর পরই ওই জমি গুলোতে বোরো ধান চাষাবাদ করা হবে। 

দৈনিক বগুড়া