শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে কৃষি প্রনোদণা পেলেন ৫শ’ ৫৫ প্রান্তিক কৃষক

শাজাহানপুরে কৃষি প্রনোদণা পেলেন ৫শ’ ৫৫ প্রান্তিক কৃষক

বগুড়ার শাজাহানপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫শ’ ৫৫ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  বুধবার দুপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।উপজেলা কৃষি সূত্রে জানাগেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ৫শ’ ৫৫ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে ৮৫ জনের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি এবং ফসল উৎপাদন খরচ বাবদ ২ হাজার ৮০০ টাকা, পলিথিন ও সুতলি প্রদান করা হয়েছে।অপরদিকে ৪শ’ ৭০ জন কৃষককে মাথাপিছু ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিনামূল্যে দেওয়া হয়েছে।

দৈনিক বগুড়া