শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে দেড় কিলোমিটার রাস্তা উদ্ধার করলেন এসিল্যান্ড

শেরপুরে দেড় কিলোমিটার রাস্তা উদ্ধার করলেন এসিল্যান্ড

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের কাশিয়াবালা, চকসাদি ও বিনোদপুর মৌজার আনুমানিক দেড় কিলোমিটার রাস্তা উদ্ধার করা হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার এলাকার লোকজন এবং চকসাদি স্কুলের বাচ্চাদের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি উদ্ধার করেন সহকারি কমিশনার (ভুমি) সাবরিনা শারমিন ।

শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) সাবরিনা শারমিন জানান রাস্তাটি সরকারের ১ নং খাস খতিয়ানভুক্ত হলেও স্বাধীনতার পর থেকেই বেদখল ছিলো বলে এলাকাবাসী জানায়। এ কাজে মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, সুঘাট ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, উপজেলা ভূমি অফিসের কানুনগো, স্টাফবৃন্দ,এলাকাবাসী সহযোগিতা করেছেন।

দৈনিক বগুড়া