শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘির ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল সনদ

আদমদীঘির ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল সনদ

বগুড়ার আদমদীঘি উপজেলার ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড। আগামী ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রাথমিকভাবে মোট ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এরমধ্যে শহীদ ও বিভিন্ন সময় মৃত্যুবরণ করা ১৮৪ জন বীর মুক্তিযোদ্ধা পরিবার পাবেন শুধু ডিজিটাল সনদপত্র। তারা স্মার্ট কার্ড পাবেন না। অবশিষ্ট জীবিত ২৪৩ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড দু’ই পাবেন। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক বগুড়া