মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘির ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল সনদ

আদমদীঘির ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল সনদ

বগুড়ার আদমদীঘি উপজেলার ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড। আগামী ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রাথমিকভাবে মোট ৪২৭ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এরমধ্যে শহীদ ও বিভিন্ন সময় মৃত্যুবরণ করা ১৮৪ জন বীর মুক্তিযোদ্ধা পরিবার পাবেন শুধু ডিজিটাল সনদপত্র। তারা স্মার্ট কার্ড পাবেন না। অবশিষ্ট জীবিত ২৪৩ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড দু’ই পাবেন। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক বগুড়া