শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে বিনামূল্যে বোরো ধানবীজ ও সার পেল ৩ হাজার কৃষক

শাজাহানপুরে বিনামূল্যে বোরো ধানবীজ ও সার পেল ৩ হাজার কৃষক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার শাজাহানপুরে বিনামূল্যে উফশী জাতের বোরো ধানবীজ ও সার পেয়েছেন ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।  শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কিষাণ-কৃষাণিদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।

উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলমের সভাপতিত্বে এবং উপ-সহকরি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দুলাল চন্দ্র সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মসূচির আওতায় সুবিধাভোগী প্রত্যেক কৃষক ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

দৈনিক বগুড়া