• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

ক্রেতাদের লিচু কম দেওয়ার অভিযোগে বগুড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক বগুড়া

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ক্রেতাদের নির্দিষ্ট সংখ্যক লিচু না দিয়ে প্রতারণা করার অভিযোগে বগুড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের সাতমাথায় এক অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি বলেন, বৃহস্পতিবার শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় বিভিন্ন ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে ক্রেতাদের কাছে  বিক্রিত লিচু ব্যবসায়ীর সামনে গণনা করা হয়। এতে প্রতি ১০০ লিচুতে ১৫/২০টি কম পাওয়া যায়। যা এক ধরণের প্রতারণা। এসময় ওই অভিযানে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে  জেলা পুলিশের একটি  দল সহযোগীতা করেন।

দৈনিক বগুড়া
দৈনিক বগুড়া