শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

১৪’শ বিসিএস ক্যাডারের শিক্ষক-কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত...

১৪’শ বিসিএস ক্যাডারের শিক্ষক-কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিত...

বগুড়ায় ১৪’শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক-কর্মকর্তাদের চাকরির ২৫ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় একটি হোটেলে মিলনমেলা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে আয়োজিত ওই সভায় অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ এবং পরস্পরের সাথে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল কাদের ও অধ্যাপক আওয়াল হোসেন তালুকদার এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অধ্যাপকগণ যথাক্রমে রসায়ন বিভাগের মো: আমিনুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের খোন্দকার কামাল হাসান, বাংলা বিভাগের হাসিনা আক্তার, দর্শন বিভাগের আবেদ নোমানী ও কাঁলাচাঁদশীল প্রমুখ।

মিলনমেলা অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে পদার্থবিজ্ঞানের অধ্যাপক খোন্দকার কামাল হাসান বলেন, চতুর্দশ বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদানকৃত শিক্ষক-কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষার গুণগত মানের উন্নয়ন সাধন হয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যহত থাকবে। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা, দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে আমাদের সকলের ভূমিকা যথাযথভাবে পালনের জন্য এই মিলনমেলা অনুষ্ঠানের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আমরা সকলে বিশ^াস করি শিক্ষক জাতি যারা সমাজের দর্পণস্বরুপ সেই স্থান থেকে আমাদের এই ব্যাচের সকলের নিজেদের ওপর অর্পিত এই পবিত্র দায়িত্ব বরাবরের মতোই নিষ্ঠার সাথে পালন করবে। অনুষ্ঠানে ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রায় ৩২ জন শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: