শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকার থানায় অভিযোগ

শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকার থানায় অভিযোগ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে দারুস সুন্নাত সিদ্দিকিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র কে বলাৎকারের ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর দারুস সুন্নাত সিদ্দিকিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় বগুড়া শেরপুর উপজেলার বাঘরা হঠাৎ পাড়া গ্রামের কওমি শিক্ষাই শিক্ষিত শিক্ষক মিনাজুল ইসলাম (৩৫) দীর্ঘদিন যাবৎ অত্র প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন, উক্ত প্রতিষ্ঠানের জৈনক ছাত্র (১২) ২ বছর যাবৎ মাদ্রাসায় থেকে লেখাপড়া করে আসছে, রাতে শিক্ষকের রুমেই থাকতো।

এক পর্যায়ে গত ১৪ এপ্রিল দিবাগত রাতে ওই শিক্ষক কোন এক সময় ছাত্রকে ফুসলাইয়া বলাৎকার করে। ঘটনাটি ১৫ এপ্রিল সকালে তার মাকে খুলে বলে পরে তার মা, শিক্ষার্থীর বাবা শাহাদত কে সকাল ১১টায় জানান। তিনি তার বাবা আজাহার আলী প্রাং কে ঘটনাটি খুলে বললে সে মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে ঘটনাটি নিয়ে আলোচনা করে। এর প্রেক্ষিতে পরিচালনা কমিটি কোন পদক্ষেপ গ্রহণ না করলে ছাত্রের বাবা থানায় অভিযোগ করে। ঘটনার প্রেক্ষিতে মাদ্রাসা থেকে বেলা ২টায় শিক্ষক মিনাজুল ইসলাম কে আটক করে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি ফিরোজ আহম্মেদ রিজুর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে ওই শিক্ষককে গ্রামবাসীরা থানায় সোপর্দ্দ করেছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: