শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অসহায় মানুষের পাশে একদল তরুণ উদ্যোক্তা

বগুড়ায় অসহায় মানুষের পাশে একদল তরুণ উদ্যোক্তা

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় করোনায় অসহায় দু'শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রয়্যাল ফাউন্ডেশন। শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম পরিচালন করা হয়।

এছাড়াও ইতোমধ্যেই সংগঠনটি তিন হাজার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস পৌঁছে দিয়েছে।  করোনা মহামারিতে এ পর্যন্ত শেরপুর ও শাহজানপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে এবং পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানটি।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি এবং তরুণদেরকে এ ধরনের সামাজিক কাজের সাথে সম্পৃক্ত হতে আহ্বান জানাই।

সংগঠনটির সভাপতি আবু হোরায়রা শিবলী বলেন, আমরা আশা রাখি সবাই ঘরে থাকবেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় সরকারকে সাহায্য করবেন। অসহায় এই সব মানুষদের মুখে হাঁসি ফুটানোই আমাদের সার্থকতা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: