শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে একই গ্রামের ২২ শিক্ষার্থী পুরস্কৃত

আদমদীঘিতে একই গ্রামের ২২ শিক্ষার্থী পুরস্কৃত

অনুষ্ঠানে নিমাইদীঘির এক গ্রামেরই ২২ শিক্ষার্থী ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ ও সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ায় পুরস্কৃত হয়েছে। তছির উদ্দিন শিক্ষা কল্যাণ স্ট্রাস্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, জালাল উদ্দিন শেখ, আব্দুস সামাদ, আজিম উদ্দিন, মামুনুর রশিদ মামুন এসব কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও বই তুলে দেন।
 
এসময় তছির উদ্দিন শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি খন্দকার আব্দুর রশিদ বলেন, ২০১৮সাল থেকে এলাকার কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হচ্ছে। 
 
তাছাড়া এ ট্রাস্টের তহবিল থেকে গরীব শিক্ষার্থীদের বই, স্কুল ড্রেস, বৃত্তি প্রদান, অসুস্থ্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ নানা ধরনের কাজ অব্যহত রয়েছে।  তবে করোনা মহামারীর কারণে জাকজমক পূর্ণ্য ভাবে এবছর অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: