শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাহালুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কাহালুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বগুড়ার কাহালুতে খরিপ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ, সার ও উপকরণ সহায়তা বিতরণ করা হয়।

মঙ্গলবার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ উপজেলার ৯টি ইউনিয়নের ২’শ ৮৮ জন কৃষকের মাঝে মোট ৫ লক্ষ ৫৭ হাজার ২’শ ৮০ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষণ সহ উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষকবৃন্দ। 

অনুষ্ঠানে প্রত্যেক কৃষক পেয়েছে ২০ কেজি জৈব সার, ৫ কেজি ইউরিয়া, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমএপি। যার মোট মূল্য ৪’শ ৩৫ টাকা এবং বেড়া দেওয়া বাবদ ১ হাজার টাকা ও পরির্চচা ববাদ ৫ শত টাকা অর্থাৎ সর্বমোট ১ হাজার ৯’শ ৩৫ টাকা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: