সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে আ’লীগের বৃক্ষরোপণ

নন্দীগ্রামে আ’লীগের বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেছে।

মঙ্গলবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, মোকলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, আনিছুর রহমান আলো, মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, তাঁতী লীগের সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব, আল নোমান নাদিম, মশিউর রহমান, আল জাহিদ, সজিব, সৌরভ প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি সংগঠনের নেতাকর্মীদের বনজ, ফলজ ও ওষুধি এই তিন ধরনের গাছ রোপনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশকে সবুজ করতে এবং দেশব্যাপী ব্যাপকভাবে বৃক্ষরোপণ বাস্তবায়ন করা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব।
 

দৈনিক বগুড়া

সর্বশেষ: