শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

করোনাতে শাজাহানপুরে অর্ধশত প্রতিবন্ধী পেল মাথাপিছু দেড় হাজার টাকা

করোনাতে শাজাহানপুরে অর্ধশত প্রতিবন্ধী পেল মাথাপিছু দেড় হাজার টাকা

কোভিট-১৯ মহামারীতে বগুড়ার শাজাহানপুরের ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি সহায়তা বাবদ পেয়েছেন মাথাপিছু দেড় হাজার টাকা। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং এডিডি ইণ্টারন্যাশনাল ও এনজিডিও’র সহযোগিতায় মাদলা অগ্রযাত্রা প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে এই সহায়তা দেয়া হয়। 

শাজাহানপুর উপজেলার ৫০ জন সহ বগুড়া জেলার ১০টি ডিপিও’র অধীনে ৫শ’ প্রতিবন্ধীকে বিকাশের মাধ্যমে এই সহায়তার আওতায় সাড়ে ৭ লাখ টাকা দেয়া হয়েছে।

গত বুধবার সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হাই মন্ডল, মাদলা অগ্রযাত্রা প্রতিবন্ধী সংস্থার সভাপতি রায়েফ উদ্দিন সরন, এনজিডিও’র এফসি আতাউর রহমান সরকার, ভলেণ্টিয়ার শাকিল আহমেদ প্রমুখ।   

দৈনিক বগুড়া

সর্বশেষ: