বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গাবতলীতে রাস্তার দু’ধারে ১ হাজার ডাবের চারা রোপন ইউপি চেয়ারম্যান

গাবতলীতে রাস্তার দু’ধারে ১ হাজার ডাবের চারা রোপন ইউপি চেয়ারম্যান

বগুড়ার গাবতলী উপজলার নেপালতলী ইউনিয়নে রাস্তার দু’পাশে এক হাজার ডাবগাছ রাপন করলন উপজলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু।

রবিবার নেপালতলী পাকা সড়ক হত আকন্দপাড়া গ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের দু’পাশ এক হাজার ডাবগাছের চারা রোপনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেপালতলী ইউপি সদস্য নিলুফা ইয়াছমীন, মর্জিনা বেগম, শম্পা আকতার, আমজাদ হোসেন, আজিজুল হক জিন্না, আতিকুর রহমান সবুজ, মহিদুল ইসলাম টুনু ও সাখাওয়াত হোসেন লিটন।

নেপালতলী ইউপি চয়ারম্যান লতিফুল বারী মিন্টু জানান, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০অর্থবছরের এলজিএসপি-৩ এর ৬লাখ ৪০হাজার টাকার অর্থায়ন তিনি রাস্তার দু’পাশ্বে ১হাজার ডাবগাছের চারা লাগিয়ে নিয়মিত পরিচর্যা করছন। তিনি প্রতিটি ডাবগাছের চারা’র চারপাশ খুঁটি বসিয়ে ও নেটজালের বেড়া দিয়ে চারাগুলিকে দেখাশুনা করছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: