শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামের প্রবেশ পথে বিশেষ জীবাণুনাশক গেট স্থাপন

নন্দীগ্রামের প্রবেশ পথে বিশেষ জীবাণুনাশক গেট স্থাপন

বগুড়ার নন্দীগ্রামে প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে জীবাণুনাশক এ মেশিন স্থাপন করলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শাহাজান আলী, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, তাতী লীগের সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, মশিউর রহমান, আল-জাহিদ প্রমূখ।

জানা গেছে, মেশিনের নিচের পাতের উপর মানুষ উঠা মাত্রই অটো সুইজিং হয়ে যাবে। তখন মেশিনের উপরিভাগে বিশেষ নজেল দিয়ে জীবাণুনাশক স্প্রে'র মতো বের হবে।

ওষুধ বের হওয়ার নজেলটি খুবই ছোট্ট ছিদ্র থাকায় ওষুধগুলো বেশিরভাগ সময় জলীয় বাস্পের মত বের হয়ে আসবে। সেটি মানুষের শরীরের বিভিন্ন অংশে পড়বে। তাতে করে যে কেউ জীবাণু নাশক হতে পারবে।

নন্দীগ্রামে আসা ব্যক্তিরা বা যে কেউ ওই মেশিন দিয়ে পারাপার হওয়ার সময় জীবাণুমুক্ত হতে পারবে। মেশিনটি বসানোর পর থেকে পথচারিরা নিজেদেরকে জীবাণুমুক্ত রাখতে মেশিনের ভেতর দিয়ে যাওয়া-আসা করেছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: