শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বগুড়ার ডিবির অভিযানে ওয়ানশুটার বার্মিজ চাকু মাদকসহ গ্রেফতার ৭

বগুড়ার ডিবির অভিযানে ওয়ানশুটার বার্মিজ চাকু মাদকসহ গ্রেফতার ৭

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও বার্মিজ চাকু উদ্ধারসহ ছিনতাইকরি এবং  মাদক, ডাকাতি মামলা সহ মোট ৭জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। শনিবার বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ বগুড়ার মাটিডালিতে অভিযানে ছিনতাইকালে ১টি ওয়ান শুটারগান ও বার্মিজ চাকু সহ অস্ত্র, ছিনতাই, মাদক, দ্রুত বিচার, ডাকাতি মামলা সহ ১৫ টি মামলার আসামি মোঃ হয়রত আলী (৩৮) ও মোঃ মজিবুর রহমান (৪০) আটক করেছে। আটক হযরত সদরের মাটিডালি এলাকার মৃত রমজান আলীর ছেলে ও মজিবুর জেলার শিবগঞ্জের বেলভুজা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, আটককৃতদের বগুড়া সদর থানাধীন মাটিডালি এলাকা হতে ছিনতাই করার সময় আটক করা হয়। এছাড়াও গোয়েন্দা পুলিশ বগুড়ার সদস্যরা পৃথক একটি মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ গাবতলী উপজেলার মরিয়া পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম (২৬), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম স্বরডুবি এলাকার কামরুজ্জামান ওরফে কাজলকে (২৯) গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ উপজেলার শেখপাড়ার নুর ইসলামকে (৩০) ১০০ পিচ ইয়াবা ও বগুড়া সদরের মাটিডালি হাজীপাড়ার পায়েলের স্ত্রী রানু খাতুন (২৫) কে ৫০ পিচ ইয়াবা বড়ি সহ গ্রেফতার করা হয়। আর ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার কর হয় নন্দীগ্রাম উপজেলার তেঘরীমন্ডলপাড়ার মৃত রহিম উদ্দিনের ছেলে সোহেলুর রহমান ওরফে ফজলু (৪০)।

দৈনিক বগুড়া

সর্বশেষ: