শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

২০২০-২০২১ অর্থ বছরের দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার বাজেট ঘোষণা

২০২০-২০২১ অর্থ বছরের দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার বাজেট ঘোষণা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর সচিবের কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে অতিরিক্ত করআরোপ না করে ২৯ কোটি ৯০ লাখ ৩২হাজার ২শত ৯৫ টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬ হাজার ৪ শত ৫০ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকা ও প্রারম্ভিক স্থিতি ১০ লাখ ২৫ হাজার ৮ শত ৪৫ টাকা। পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও পৌর সচিব কার্তিক চন্দ্র দাস এর সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর ইসলাম প্রাং, গিয়াস উদ্দিন প্রাং, রেখা রানী, নকশাকার ও প্রকৌশলী(অতিরিক্ত দায়িত্ব) কাজী রবিউল ইসলাম, ক্যাশিয়ার আনোয়ার হোসেনসহ পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী।

দৈনিক বগুড়া

সর্বশেষ: