শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বগুড়া সাবগ্রাম বিল নার্সারী স্থাপন কার্যক্রমে পোনা মাছ অবমুক্তকরণ

বগুড়া সাবগ্রাম বিল নার্সারী স্থাপন কার্যক্রমে পোনা মাছ অবমুক্তকরণ

বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়া ধনীর বিলে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের বিল নার্সারী স্থাপন কার্যক্রমে পোনা মাছ অবমুক্ত করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।

মাছের পোনা অবমুক্ত কালে সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, আমরা ভাতে মাছে বাঙ্গালী আমাদের পুকুর ডোবা নালায় মাছ চাষ করে মাছের চাহিদা পূরণ করতে হবে।

যার যেখানে পুকুর রয়েছে তাদের সকলের উচিত মাছ চাষ করে মাছের চাহিদা পূরণ করা।বর্তমান আওয়ামী লীগ সরকার আমিষের চাহিদা পূরণের জন্য সরকারিভাবে সর্বসাধারণকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন, ইউপি সদস্য নজরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: