শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ধুনটে কোরবানী পশুর হাট ইজারদারের সাথে ওসির মতবিনিময় সভা

ধুনটে কোরবানী পশুর হাট ইজারদারের সাথে ওসির মতবিনিময় সভা

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী কোরবানী পশুর হাট পরিদর্শন করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা। বুধবার বিকেলে তিনি ব্যাস্ততম এ হাট পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাট ইজারাদার লিয়াকত আলী লিটনের সাথে মত বিনিময় করেছেন।

ওসি জানান, বাজারে স্বাস্থ্য বিধি মেনে কোরবানীর পশু কেনা/বেচার পাশাপাশি বিশৃংখলা যেন সৃষ্টি না হয় সেদিকে কড়া নজরদারির জন্য অস্থায়ী ফোর্স এবং গ্রাম পুলিশের ব্যবস্থা করা হয়েছে। বাজারের মুল ফটকে হাট কর্তৃপক্ষ সাবান পানির ব্যাবস্থা করেছে। আসন্ন কোরবানীর ঈদ কে সামনে রেখে গোসাইবাড়ী এলাকার এই হাটটি শেষ হাট। সে হিসেবে হাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও হাট ইজাদারের সাথে মতবিনিময় করেছি।

কোরবানীর হাট পরিদর্শনের সময় ধুনট থানার এস আই প্রদীপ কুমার বর্মন, আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাকসহ ফোর্স সদস্যগন উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: