শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শেরপুরে হাইওয়ে পুলিশের জনসচেনতামুলক লিফলেট বিতরণ

শেরপুরে হাইওয়ে পুলিশের জনসচেনতামুলক লিফলেট বিতরণ

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন ও মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে অপরাধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ার হাইওয়ে পুলিশের উদ্যোগে থ্রি-হুইলার চালকদের মাঝে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

২৯ আগষ্ট শনিবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত হাইওয়ে পুলিশের বগুড়ার শেরপুর ক্যাম্পের উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা গাড়িদহ, শেরুয়া বাজার, মির্জাপুর, ছোনকা, সীমাবাড়ী এলাকায় এসব প্রচারণা চালানো হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের নবাগত ইনচার্জ কাজল কুমার নন্দী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত নসিমন, করিমন, ভডভডি, ইজিবাইক, মোটর চালিত রিক্সা বা ভ্যান চালানো দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের কর্মসূচী’র অংশ হিসেবে আওতাভুক্ত এলাকার লোকজনের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। তবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: