শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বগুড়ার গাবতলীতে ধান চুরির অভিযোগে পিকআপসহ আটক ৩

বগুড়ার গাবতলীতে ধান চুরির অভিযোগে পিকআপসহ আটক ৩

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সাবাসপুর বাজারের গুদাম থেকে চুরি হওয়া ৫ দিন পর বিকেলে তিন জনকে আটক করেছে গাবতলী থানা পুলিশ।

আগামী রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেপালতলী ইউনিয়নের কদমতলী বাজারে গুদাম ভর্তি চুরি হওয়া ধান আছে এটা শুনে পুলিশ কদমতলী বাজারে ওই গুদামে হানা দেয় কিন্তু ওই বাজারে গুদামে পিকআপভর্তি  ধান পাওয়া না গেলেও কদমতলী গ্রামের জালেক মিয়ার ছেলে সুলতান মিয়া (৩২) কে পুলিশ আটক করে।

সুলতান মিয়ার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে চোরাই ধান ও পিকআপসহ আরো দুই জনকে পুলিশ আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো সাবাসপুর এলাকার লয়া  প্রামাণিকের ছেলে মমিন প্রামানিক (৩২) ও একই গ্রামের নান্নু মিয়ার ছেলে পিকআপ চালক পাইলট মিয়া (৩০) । ধানের মালিক আব্দুল মান্নান (৫৪) বাদী হয়ে গত রোববার গাবতলী থানায় মামলা দায়ের করেন।

এই বিষয়ে থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আসামি আটক হলেও ধানগুলো উদ্ধার করা সম্ভব হয়নি মামলার বাদী বলেছেন ৪০ থেকে ৫০ মণ ধান হবে কিন্তু আসামিরা বলছে তারা ২৮ মণ ধান বিক্রি করছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: