রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

গাবতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন ইউএনও

গাবতলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন ইউএনও

৯ সেপ্টেম্বর  বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসুচীর আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন, শিবলী খন্দকার, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার, কাগইল ইউপি চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন প্রমূখ। উপজেলার ১০টি ইউনিয়নে একশতজন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: