রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দি বাঙ্গালী নদী থেকে অবৈধ বালু তোলার সরঞ্জামাদি জব্দ

সারিয়াকান্দি বাঙ্গালী নদী থেকে অবৈধ বালু তোলার সরঞ্জামাদি জব্দ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন, পাইপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মিয়া অভিযান চালিয়ে নারচী ইউনিয়নের কুপতলা উত্তর পাড়া এলাকার সামনে বাঙ্গালী নদী থেকে রবিবার দুপুরে এসব জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে।

তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ জব্দ করা হয়েছে। বালু উত্তোলনে এসব সরঞ্জামাদি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দৈনিক বগুড়া