শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সোনাতলায় নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা প্রদান

সোনাতলায় নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা প্রদান

সোনাতলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিনকে সোনাতলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দ এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে স্থানীয় ‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’র পক্ষ থেকে সমিতির সভাপতি মোঃ আব্দুল জলিল মোল্লা ও সাধারণ সম্পাদক আবু সায়েম চঞ্চল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সমিতি দ্বয়ের নেতৃবৃন্দ ও খেলোয়াড়দের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, খেলাধুলা এমন একটা জিনিস যেটা খারাপ কিছু থেকে নিজেকে সরে রাখা যায়।

খেলাধুলা করতে শারিরীক ভাবে সুস্থ থাকা যায়। তাই খেলার কোনো বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল আলম,খেলোয়াড় নাহারুল ইসলাম,দুলাল,টাইগার, শাকিল,হৃদয়,হানিফ ও কয়েকজন নারী খেলোয়াড়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: