শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ার ১২ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান

বগুড়ার ১২ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান

বগুড়ার ১২ নম্বর ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। গতকাল সকাল ৯টার কলোনীর লতিফপুর উত্তরপাড়া সিবিও-১ এর উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।

মশক নিধন কার্যক্রামের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রামানিক। এসময় তিনি বক্তব্যে বলেন, মশার উপদ্রব ঠেকাতে এলাকাবাসী নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

তিনি আরো বলেন, মশক নিধন অভিযান অক্টোবর মাস হতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি মশা নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান এবং মশার উৎস চিহ্নিতকরণে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন লতিফপুর উত্তরপাড়া সিবিও-১ এর সভাপতি মো. আবু মুছা সরকার, উপদেষ্টা ছবি জাফর, শাজাহান আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সদস্য সুইটি বেগম প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: