সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে ৫৪ মন্ডপে শারদীয়া দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

শাজাহানপুরে ৫৪ মন্ডপে শারদীয়া দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

বগুড়ার শাজাহানপুরে ৫৪ মন্ডপে এবার শারদীয়া দুর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।  ইতোমধ্যেই রং-তুলির আঁচরে বাঁশ, খর, কাদা মাটির প্রতিমা গুলো বর্ণিল হয়ে উঠেছে। 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানিয়েছেন, করোনা মাহামারীর কারণে সরকারি নির্দেশনা মোতাবেক এবারের দুর্গাপুজায় শুধু পুজা হবে, উৎসব হবে না। জনসমাগম কম হবে।

তাই মন্ডপের নিরাপত্তায় এবার আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের স্থায়ী ভাবে মোতায়েন করা হবে না। পুলিশ এবং আনসার সদস্যরা থাকবেন টহলে।

বাংলাদেশ পুজা উদ্যাপন কমিটি শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা জানিয়েছেন, করোনা প্রতিরোধ কল্পে সরকার ঘোষিত নির্দেশনা মেনে এবার শুধু ধর্মীয় রীতি-নীতি পালনের মধ্য দিয়েই দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।    

দৈনিক বগুড়া

সর্বশেষ: