বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার জালসহ ইলিশ মাছ জব্দ

সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার জালসহ ইলিশ মাছ জব্দ

মা ইলিশ রক্ষায় মঙ্গলবার ভোর ৬টা থেকে প্রায় ৬ ঘন্টা বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা।

ভোর ৬ টা থেকে যমুনা নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

এ সময় যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল কয়েকজন জেলে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায় তারা। পরে নদী থেকে অবৈধ কারেন্ট জাল টেনে তোলা হয়।

১৫ হাজার মিটার জাল কালিতলা ঘাটে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় দেওয়া হয়। তবে মাছ জেলেদের আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায়ন ২০২০ (১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

দৈনিক বগুড়া

সর্বশেষ: