শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

শাজাহানপুরে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ

কৃষি প্রণোদনার অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে জনতা ব্যাংক রাণীর হাট শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ঋণ বিতরণের উদ্বোধন করেন বগুড়া এরিয়া অফিসের উপমহা ব্যবস্থাপক হারুনার রশিদ।

রাণীরহাট শাখা ব্যবস্থাপকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, রাণীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর আলী। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন এরিয়া অফিসের কৃষি ঋণ কর্মকর্তা জেহাদ হোসেন ও আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে চলতি মৌসুমে আলু চাষের জন্য ১৭ জন কৃষকের হাতে ১৬ লাখ টাকা ঋণ তুলে দেয়া হয়। সকরারের কৃষি প্রণোদনার আওতায় দেয়া এ ঋণের সুদের হার শতকরা ৪ টাকা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: