শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মাস্ক না পরায় বগুড়ায় ৪ জনের জেল ও ২৫ জনকে জরিমানা

মাস্ক না পরায় বগুড়ায় ৪ জনের জেল ও ২৫ জনকে জরিমানা

মাস্ক না পরায় বগুড়ায় ৪জনের জেল এবং ২৫জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলা প্রশাসনের পৃথক দুই অভিযান শহরের সাতমাথা, কলোনি বাজার ও ঠনঠনিয়া এলাকায় পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট  রোমানা রিয়াজ, নাছিম রেজা, পাপিয়া সুলতানা এবং তাসনিমুজ্জামান। এসময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত  জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫/১(খ) ও ২৫(২) অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ৬ টি মামলায় ২৫ জনকে এক হাজার ৯০০ টাকা অর্থদণ্ড ও ৩ জনকে এক দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  রোমানা রিয়াজ ও নাছিম রেজা।

একই অপরাধে ৩ টি মামলায় দেড় হাজার টাকা অর্থদণ্ড ও একজনকে একদিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও তাসনিমুজ্জামান। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: