শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরন

শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরন

বগুড়ার শিবগঞ্জে রবি ২০২০-২১ মৌসুমে পুনবাসন কর্মসূচির আওতায় গম, সরিষা, টমেটো, মরিচ, মসুর এবং প্রনদনা কর্মসূচির আওতায় বোরো, সরিষা, গম ভুট্টা, পিঁয়াজ ফসল আবাদে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার বিতরন করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল মোজাহিদ এর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী জন্নিাহ, কে.এম রাফিউল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রান্তিক কৃষক কৃষানী।

দৈনিক বগুড়া

সর্বশেষ: