বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাহালুতে হানাদার মুক্ত দিবস পালিত

কাহালুতে হানাদার মুক্ত দিবস পালিত

রবিবার বগুড়ার কাহালু হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা অজানা অনেক কথাই তুলে ধরেন। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর এখানে  মুজিব বাহিনীর কমান্ডার অধ্যক্ষ হোসেন আলীর কাছে অস্ত্রসহ পাক হানাদার বাহিনীর আত্নসমর্পনের বিষয়টি বিষদভাবে তুলে ধরা হয়।

বিজয় গাঁথা সেই ইতিহাস ও মুক্তিযুদ্ধে যারা এখানে শহীদ হয়েছেন, তাদের তালিকা সংরক্ষনের দাবীও করা হয় ওই আলোচনা সভা থেকে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান, কাহালু প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান তানসেন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: